কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলে বাসে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার বিকেলে ঘটনাটি ঘটে টাঙ্গাইল সদরের শিবপুরের বড় শিলা এলাকাতে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, মামুন মাহিম পরিবহন বাসে আগুনের সংবাদ পেয়ে বিকেল সোয়া চারটার সময় টাঙ্গাইল ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের কারন প্রাথমিক ভাবে জানা যায়নি। আগুনে (ঢাকা মেট্রো-টাঙ্গাইল-জ-১১-০১২৬) গাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে।
Discussion about this post