আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৬ লাখ ১ হাজার ২৫১ জন।
আর একদিনে মৃত্যু হয়েছে ১ হাজারের বেশি মানুষ, মোট প্রাণহানির সংখ্যা ৯৬ হাজারের বেশি। এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৯৬ হাজার ১ জন আমেরিকান।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, বুধবার একদিনে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৯ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৪০১ জন। সেরে উঠেছে ৩ লাখ ৫০ হাজার ১৩৫ জন।
অবশ্য ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৬৪৭ জনের।
গত ডিসেম্বরে চীনে করোনা সংক্রমণের পর ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যাতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫২ লাখ। আর মৃত্যু ৩ লাখ ৩৮ হাজারের বেশি।
আক্রান্ত আর মৃতের হিসাবে যুক্তরাষ্ট্রের ধারেকাছে কেউ নেই। দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক, সেখানে ৩ লাখ ৫৮ হাজার ১৫৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৮ হাজার ৮৫৩ জন।
Discussion about this post