স্টাফ রিপোর্টার : ঈদে অসহায় মানুষদের মুখে একটু হাঁসি ফোটানোর জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশন (বিএসইও)।
শুক্রবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক করোনায় কর্মহীন হয়ে পড়া ও অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশনের (বিএসইও) সভাপতি মাছুদ রানা, সাধারণ সম্পাদক আহসান হাবীব সজীব, সাংগঠনিক সম্পাদক সজল রায়, সহ-সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ, শোভন দাস, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজীব কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার খান মুন্নি, সদস্য আব্দুর রহমান সানি, লিখন চন্দ্র পালসহ অনান্যরা।
শতাধিক কর্মহীন মানুষের মাঝে সহায়তা হিসেবে প্রতিটি প্যাকেটে চাল, সেমাই, চিনি, দুধ, তেল, মসলা ও সাবান দেওয়া হয়।
Discussion about this post