স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল শহরের পদ্মমনি পুকুর থেকে ভবঘুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল পৌরসভার (১৬নং ওয়ার্ড) কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন জানান, সকাল সাড়ে দশটার দিকে ওই ব্যক্তি শহরের পদ্মমনি (বড় পুকুর) পুকুর ঘাটে গোসল করতে নামে। তার পর তিনি আর ডাঙ্গায় উঠেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পানির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Discussion about this post