কারকনিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে আরও ২২ জন মারা গেছেন।
বৃহস্পতিবার ২১ মে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা বলেন, মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে আটজন, সিলেটে তিনজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে মারা গেছেন আটজন, ঢাকা জেলার একজন ও নারায়ণগঞ্জের একজন মারা গেছেন। চট্টগ্রাম বিভাগে আটজনের মধ্যে চট্টগ্রাম সিটিতে রয়েছেন চারজন, কক্সবাজারে একজন ও চাঁদপুরে তিনজন। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শহরেই একজন মারা গেছেন। সিলেট বিভাগের মধ্যে সিলেট সিটিতে একজন ও অন্যান্য জেলায় দুইজন কারোনায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ২২ জনসহ এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০৮ জন মারা গেছেন। এ সময়ে নতুন করে আরও ১ হাজার ৭৭৩ জন মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে।
Discussion about this post