টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ আল আমিন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার আঠারদানা মিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন একই এলাকার জুলহাস মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১২ ডিসেম্বর) র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার হাসান আরাফাত এক প্রেস বিজ্ঞিপ্তি এ তথ্য জানান।
র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘাটাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল।
Discussion about this post