স্টাফ রিপোর্টার : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন নামক স্থানে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে ১ জন নিহত এবং ৬ জন আহত হয়।
আজ মঙ্গলবার দুপুরে বিকাল তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, তিনটার দিকে উত্তর বঙ্গ গামী একটি পিকআপ ভ্যান সদর উপজেলার দরুন নামক এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এসময় আমরা সেখান থেকে সাতজনকে উদ্ধার করি। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকী ছয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করি।
Discussion about this post