ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী মীনাক্ষি দীক্ষিত। এনডিটিভির নাচের একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর চলচ্চিত্রে নাম লেখান। পরবর্তী সময়ে মডেলিং শুরু করেন তিনি। মাইক্রোসফটের মতো অনেক বিখ্যাত কোম্পানির পণ্যে মডেল হিসেবে কাজ করেছেন মীনাক্ষি।
তবে চলচ্চিত্রে অভিনয় করাই তার মূল লক্ষ্য ছিল। সে অনুযায়ী ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। দক্ষিণী সিনেমার প্রথম সারির অধিকাংশ চিত্রনায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মীনাক্ষি। উপহার দিয়েছেন ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা। কয়েকটি সিনেমার আইটেম গানেও কোমর দুলিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘মহর্ষি’ সিনেমায় অভিনয় করছেন মীনাক্ষি। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।
Discussion about this post