কালিহাতি (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত।
আজ রবিবার উপজেলা নিবাহী অফিসারের কার্য্যালয়ে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।
চলতি মওসুমে উপজেলার ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ১০৪০ জন কার্ডধারী কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ৩১১৫ মেট্রিন টন ধান ক্রয় করবে সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দিন, এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা শওক্ত হাসান, চাল কল মালিক সমিতির সাধারন সম্পাদক আঃ রহমান প্রমুখ।
জানা যায় যে, প্রকৃত কৃষক যেন সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, সে জন্য সব ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
Discussion about this post