কালিহাতি (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতিতে অসহায়-সুবিধা বঞ্চিতদের মাঝে তন্ময় স্মৃতি ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ছাতিহাটি গ্রামে ২০০জন অসহায়-সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার হিসেবে টি-শার্ট বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি শাজাহান সাজু বলেন, আমার একমাত্র ছেলে তন্ময় গত বছর এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে পৃথিবী থেকে চলে যায়, সন্তান হারানোর কষ্ট কতো নির্মম তা আমারজানা ছিলো না। বর্তমান করোনা কালে অসহায় সন্তানদের জন্য আমার এ ক্ষুদ্র উপহার। সকলের সুস্থতা কামনা করছি। উপহার বিতরণ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ সহ সদস্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post