কারকনিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার ১৬ মে দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পরাজিত করে নির্বাচিত হন তিনি। ওই মাসেই তিনি মেয়র হিসেবে শপথ নেন। তবে আগের মেয়রের মেয়াদ শেষ না হওয়ায় তাকে দায়িত্ব পেতে তিন মাস অপেক্ষা করতে হলো।
সিটি করপোরেশন নির্বাচনের আগে তিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। ডিএসসিসি নির্বাচনে অংশ নিতে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।
এর আগে গত বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন আতিকুল ইসলাম।
Discussion about this post