নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার দেশসেবার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সরকারের নানামুখি উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আজকে পিতা-মাতা, ভাই হারা আমি। আপনারাই প্রতিবার ভোট দেন, আপনারাই নির্বাচিত করেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সরকারপ্রধান হয়ে দেশের সেবা করার সুযোগ পাই। আরও একবার নৌকা মার্কায় ভোট চাই।’
বুধবার (১২ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেন শেখ হাসিনা। কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘দেশের সেবা করার জন্য নৌকায় ভোট দিয়ে আপনারা যে দায়িত্ব পালন করছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার আমি আপনাদের কাছেই সেই দায়িত্ব দিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমার আপনজন বলতে আছে একটা ছোট বোন আর আছেন আপনারা। আপনারাই আজকে আমার আপনজন হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আরেকটিবার দেশ সেবার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে আমার সেটিই আহ্বান।’
এর আগে বুধবার বিকেল ৪টার দিকে জনসভা মঞ্চে আসেন শেখ হাসিনা। দুপুর ২টা ৪০ মিনিটে ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর এর সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন। এসময় দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
Discussion about this post