সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে কেন্দ্রিয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীর ব্যক্তিগত তহবিল থেকে কাকড়াজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে হামিদপুর চৌরাস্তা ও চকপাড়া এলাকায় উদ্বোধন শেষে দিনব্যাপি সামাজিক নিরাপত্তা বজায় রেখে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, আধা কেজি ডাল, ১ প্যাকেট সেমাই এবং ১টি করে মাস্ক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
বিতরণকালে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, কেন্দ্রিয় যুব আন্দোলনের যুগ্ম আহবায়ক নাজমুল রেজা, সাংবাদিক ইসমাইল হোসেনসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post