সম্প্রতি বলিপাড়ায় সবচেয়ে চর্চিত শাহরুখকন্যা সুহানা খান। বাবা বলিউডের কিং খান। মেয়ের কি একটা কিছু না হলে চলে! তবে কার হাত ধরে সুহানার অভিষেক হবে এ নিয়ে কৌতুহলের শেষ ছিল না।
ক’দিন আগেই সোস্যাল মিডিয়ায় শাহরুখ খানের মেয়ে সুহানা খানের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে অনেকেই মন্তব্য করেন, সুহানা অভিনয়ে এলে বাবাকেও ছাপিয়ে যেতে পারেন।
ভিডিওতে দেখা যায় জিনস, ফুলহাতা টপ পরে বিশেষ একটি প্রজেক্টের জন্য শট দিচ্ছেন সুহানা। সেই সঙ্গে ডায়লগ বলছেন অবলীলায়। তবে ঠিক কোন প্রজেক্টের জন্য শুটিং করছিলেন সুহানা তা এখনও রহস্যই রয়ে গেছে।
এছাড়া সম্প্রতি সুহানাকে লন্ডনে একটি নাটকে জুলিয়েট চরিত্রেও অভিনয় করতে দেখা যায়। মেয়ের সেই অভিনয় দেখতে এমনকি তার বাবা শাহরুখ খান নিজেই চলে গিয়েছিলেন লন্ডনে। দিল্লিতেও সুহানার পারফরম্যান্স মুগ্ধ করেছিল কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমিকে।
এবার অপেক্ষার পালা- কবে রহস্যের খোলস ভেঙে বেরিয়ে আসবেন এই ষোলকলা যুবতী।
Discussion about this post