বলিউডের দাবাং গার্ল সোনাক্ষী সিনহা আছেন ফুরফুরে মুডে। ‘হ্যাপি ভাগ জায়েগা রিটার্ন’ ছবির মধ্য দিয়ে বছরটা দারুণ সফলভাবে শেষ করেছেন তিনি। তবে ‘আকিরা’ ছবির এই নায়িকা এবার পড়েছেন নতুন বিড়ম্বনায়।
ভারতীয় গণমাধ্যমকের খবরে বলা হয়, সম্প্রতি আমাজনডটইন থেকে একটি খ্যাতনামা সংস্থার হেডফোন অর্ডার করেছিলেন অভিনেত্রী সোনাক্ষী। যার জন্য তিনি দিয়েছিলেন ১৮ হাজার টাকা। অনলাইনে এই পণ্যটি কিনতে গিয়েই নতুন অভিজ্ঞতার সম্মুখিন এই হার্টথ্রব নায়িকা। যেখানে হেডফোনের বদলে সোনাক্ষীকে দেয়া হয়েছে একটা বাটখারা!
প্রতিবেদনে বলা হয়, অনলাইনে অর্ডার দেয়ার পর যথারীতি বাক্সবন্দি একটি পার্সেল সোনাক্ষীর বাসায় এসে হাজির হয়। তখনই পার্সেলটা খুলেন তিনি। তাতেই ভড়কে গেলেন এই দাবাং গার্ল।
বাক্স খুলে সোনাক্ষী দেখেন- ভেতরে একটা ভারি লোহার বাটখারা। এরপর তিনি ঘটনা জানিয়ে ও বিরক্তি প্রকাশ করে তাৎক্ষণিক সরাসরি আমাজনডটইনের ক্রেতা পরিষেবা দফতরে ফোন করেন। তবে তাকে কোনও সাহায্য করা হয়নি।
এ ঘট্নায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়ে ঘটনাটিকে এক প্রকার চুরি বলে মন্তব্য করেন সোনাক্ষী।
Discussion about this post