আন্তর্জাতিক ডেস্ক : গেল সপ্তাহে লকডাউন তোলে ইউরোপের দেশ জার্মানি। এক সপ্তাহের মাথায় দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। সোমবার (১১ মে) দেশটিতে মারা গিয়েছিল ২২ জন। আক্রান্ত হয়েছিল ৩৫৭ জন। মঙ্গলবার (১২ মে) সেখানে মারা গেছে ১১৬ জন। আক্রান্ত হয়েছে ৯৩৩ জন।
দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণের হারও বেড়ে হয়েছে ১ এর বেশি। অর্থাৎ একজন আক্রান্ত ব্যক্তি এখন একজনের অধিক ব্যক্তিকে আক্রান্ত করছে।
জার্মানিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৭১ জন। মারা গেছে ৭ হাজার ৭৩৮ জন। সেরে উঠেছে ১ লাখ ৪৭ হাজার ২০০ জন। চিকিৎসাধীন রয়েছে ২৩ হাজার ৩০৮ জন।
Discussion about this post