রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান আবাসিক এলাকার একটি পানির হাউজে পড়ে হাবীব (৩) ও মারিয়া (৩) নামে দুই শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে আবাসিক এলাকার বাসার একটি হাউজে পড়ে গেলে রাত ৮টার দিকে অচেতন অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে শ্যামলীর শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
হাবীব ভোলার বোরহানউদ্দিন উপজেলার মোস্তফার ছেলে এবং মারিয়া একই জেলার লালমোহন উপজেলার মনির মৃধার মেয়ে। তারা দু’জনে পরিবারের সঙ্গে ঢাকা উদ্যানের বি ব্লকের ২ নম্বর রোডে সেলিম নামের এক ব্যক্তির বাড়িতে থাকতো।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলী জানান, বিকেলে বাসার সামনে খেলার সময় শিশু দু’টি পানির হাউজে পড়ে যায়। স্বজনরা তাদের অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পানির হাউজটিতে দেখতে পায়। পরে দু’জনকে উদ্ধার করে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের বাঁচানো যায়নি।
শিশু দু’টির মৃতদেহ এখন পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় আছে বলে জানান এসআই।
Discussion about this post