মালয়েশিয়ায় একটি শপহাউজে অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে দগ্ধ অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ভবনের বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের আগে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকলের প্রায় ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পর সবাই ছোটাছুটি শুরু করেছিলেন। ফলে ভবনের বেশ কয়েকটি স্থান থেকে নিহতদের উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।
খবর: চ্যানেল নিউজ এশিয়া।
Discussion about this post