নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : এসএসসি ৯৬ ব্যাচ এর অর্থায়নে নাগরপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে খাদ্য সামগ্রী পৌছিয়ে দিয়েছেন ।
সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ খাদ্য সামগ্রী হাতে তুলে দেন এসএসসি ৯৬ ব্যাচ।
এসএসসি ব্যাচ ৯৬ টাঙ্গাইলের নাগরপুরের কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করবেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সামর্থ অনুযায়ী নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাড়িয়েছে তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর , এস এস সি ব্যাচ ৯৬ বন্দুরা।
Discussion about this post