চট্রগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-ঢাকা রেলপথের ব্রাহ্মণবাড়িয়া কসবায় রেলওয়ে সেতুর স্লিপার ও ব্লক মেরামত করানোর কারণে দুই ঘন্টা রেল চলাচল বন্ধ করা হয়েছে। রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমাম বাড়ি এলাকার একটি রেল সেতুর সমস্যা হওয়ায় এই বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এই রেলপথে সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে।
আখাউড়া জংশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেরামতের পর সেতুটি চালুর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বন্ধ ঘোষণার ফলে আখাউড়া জংশনে চট্রগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন যাত্রা আটকে গেছে।
Discussion about this post