স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ধনবাড়ীতে নতুন করে একজন টেলিকম ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছে।
শনিবার ৯ মে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে নমুনায় করোনা পজেটিভ ধরা পড়লে তার দোকান ও বাড়িসহ এর আগেও আরো কারোনায় আকান্ত তিনজন স্বাস্থ্য কর্মীর বাড়ি বাড়ি দোকান লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন।
রোববার ১০ মে সকালে ধনবাড়ী পৌর শহরের ধনবাড়ী বাসস্ট্যান্ডের মনোওয়ার মার্কেটের শাহ পরান টেলিকমের দোকানসহ আশপাশের সকল দোকান ও দোকানের মালিক আকরাম হোসেনের বাড়ি সহ আশপাশের সবকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদা খানম, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা করোনায় আকান্ত টেলিকম ব্যবসায়ী আকরাম হোসেনের বকলবাড়ীর ভাড়ায় বাসাটি লকডাউন করা হয়েছে। এ ছাড়াও ধনবাড়ী পৌর শহরের হাবিবুল্লাহ ফকিরের বাসার এক ভাড়াটিয়া স্বাস্থ্যকর্মী সুমাইয়া ও মুশুদ্দি ইউনিয়নের একজনের বাড়ি এবং বলিভদ্র ইউনিয়নের একজনের পুরো বাড়িটি লকডাউন করে দিয়েছে।
ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, ধনবাড়ীতে এই প্রথম চারজন ব্যাক্তি আকান্ত হলো। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। যাতে আরো কোনো ব্যাক্তি আক্রান্ত না হতে পারে। কাঁচা বাজারের প্রয়োজন হলে ফোন করলেই পৌরসভা কর্তৃপক্ষ পৌঁছে দিবে আকান্তদের বাড়িতে।
Discussion about this post