স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়-গরীব এবং প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যাগে শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৬৫০ জন পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ লিটার তেল, পেঁয়াজ ১ কেজি, আধা কেজি ডাল এবং আধা কেজি চিনি।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার ফরহাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের ইউএফডি রফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার শরিফ হোসেন, অফিস সহকারী আব্দুর রৌফ প্রমুখ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা সমাজ সেবা কার্যালয় এ ত্রাণসামগ্রী বিতরণ করে।
Discussion about this post