টাঙ্গাইলের ঘাটাইলে মিঠুন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
সোমবার (১০ ডিসেম্বর) রাতে ঘাটাইল উপজেলার আঠারদানা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত মিঠুনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর নাহার বেগম এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত মিঠুন উপজেলার আঠারদানা এলাকার ওয়াজ করনীর ছেলে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার হাসান আরাফাত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আঠারদানা গ্রামের মিয়াপাড়া রোডের সামনে অভিযান পরিচালনা করে ১৯ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাঠ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
Discussion about this post