আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াতে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার নতুন করে ১০ হাজার ১০২ জনের করোনা পজিটিভ হয়েছে। তাতে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে বলে খবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের।
দেশের করোনাভাইরাস রেসপন্স হেডকোয়ার্টারের তথ্য মতে, মোট ১ লাখ ৫৫ হাজার ৩৭০ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।
কোভিড-১৯ রোগে রাশিয়ায় মোট ১ হাজার ৪৫১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভাইরাস থেকে সেরে উঠেছেন ১৯ হাজার ৮৬৫ জন।
গত সপ্তাহে রাশিয়া আইসোলেশনের সময়সীমা ১১ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘এখনো সংক্রমণ চূড়ায় পৌঁছায়নি। মহামারির নতুন এবং কঠিন পর্যায়ের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। এখনো ভাইরাসটির মারাত্মক হুমকি আছে।’
জানা গেছে করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা। অগণিত চিকিৎসক অসুস্থ হওয়ায় ডজনখানেক হাসপাতাল কোয়ারেন্টাইনে। রাশিয়ান স্বতন্ত্র সংবাদমাধ্যম ও বেসরকারি সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। জীবন দিতে হচ্ছে অনেককে। গত দুই সপ্তাহে হাসপাতালের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন সম্মুখ সারির তিন চিকিৎসক, দুজন মারাও গেছেন।
Discussion about this post