কারকনিউজ ডেস্ক : করোনা সংকট মোকাবিলায় নেওয়া সরকারের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ায় সেই সাফল্য প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার ৫ মে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই করোনা সংকটকালেও কথায় কথায় সরকারের ব্যর্থতার বিষয় নিয়ে বিষেদাগার করছে। অথচ তারা কখনো জনগণের রাজনীতি করেনি। দুর্যোগের সময়েও তারা সত্যিকারের অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেনি। বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপ্রপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপ্রয়াস চালিয়ে যাচ্ছে।’
Discussion about this post