আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে মের শেষ পর্যন্ত দেশ জুড়ে জরুরি অবস্থা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে জাপান সরকার। আজ সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে খবর জানিয়েছে কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গত ৭ এপ্রিল প্রাথমিকভাবে টোকিও ও অন্য ছয়টি অঞ্চলে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। পরে তা পুরো দেশে জারি করা হয়।
বুধবার জরুরি অবস্থার মেয়াদ শেষ হবে। কিন্তু সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে অ্যাবে তা ৩১ মে পর্যন্ত বাড়াতে যাচ্ছেন ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট, জাপানের বড় শহরগুলোর পাশাপাশি ১৩টি উচ্চ ঝুঁকির প্রশাসনিক এলাকার বাসিন্দাদের কঠোর সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে। অ্যান্টিভাইরাস দিয়ে জীবাণুনাশ করে জাদুঘর, লাইব্রেরি ও কিছু প্রতিষ্ঠান পুনরায় খোলা হতে পারে।
জাপানে এপর্যন্ত করোনায় ১৫ হাজারের বেশি সংক্রমণ হয়েছে এবং মৃত্যু ৫১০ জনের।
Discussion about this post