নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আহম্মেদ শাহিন (৫০) আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)।
রবিবার ৩ মে সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তিনি উপজেলার বলরামপুর গ্রামের মীর আবুল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ,১ ছেলে ,১ মেয়ে, আত্মীয় স্বজনসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এ অকাল মৃত্যুতে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারন সম্পাদক মো.কুদরত আলী, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম চঞ্চল ও সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিক, উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
উপজেলার বলরামপুরে মরহুমের গ্রামের বাড়িতে বাদ মাগরিব জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Discussion about this post