বিশেষ প্রতিবেদক : কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, করোনার কারণে দেশে দুর্ভিক্ষ হবার কোন সম্ভাবনা নেই। ধানসহ অন্যান্য খাদ্য শস্য পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে আমাদের। বর্তমান বোরো মৌসুমে প্রচুর ধান উৎপাদন হয়েছে। এই ধানগুলো আগামী ১০/১৫ দিনের মধ্যে যদি আমরা ঘরে তুলতে পারি, তাহলে আমাদের দেশে আগামী ৬ মাস খাদ্যের কোন অভাব হবে না।
শনিবার দুপুরে টাঙ্গাইলে করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষি প্রনোদনা দেয়া হচ্ছে। এগুলো বিতরণে অনিয়ম বা চুরি কঠোর হস্তে দমন করা হবে, সে যে দলেরই হোক।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলার ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী নিবার্চন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীর প্রমুখ।
সভায় জেলার সরকারি সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post