স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।
শুক্রবার ১ মে দুপুরে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সহ¯্রাধিক কর্মহীন অসহায় মানুষের হাতে খাদ্য ও ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেন মন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, বর্তমান করোনা দুর্যোগে সকল শ্রেনীর মানুষের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে সারাদেশে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত আছে। দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post