কারকনিউজ ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ভারতের কলকাতায় আটকে পড়া ৭৩ বাংলাদেশিকে চাটার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার ১ মে বিকেল ৪টা ১০ মিনিটে ৭৩ যাত্রী নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীরা সবাই স্বাস্থ্য সনদ নিয়ে এসেছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল দিল্লিতে ও রোববার মুম্বাইতে আটকে পড়া বাংলাদেশিদের চাটার্ড ফ্লাইটে ফেরাবে বিমান বাংলাদেশ।
Discussion about this post