কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগে রাজু (১৭) নামে এক মাদ্রাসাছাত্রকে আটক করা হয়েছে।
বুধবার ২৯ এপ্রিল ভোরে উপজেলার শেষ প্রান্তে গোপালপুরের রামনগর এলাকা থেকে অভিযুক্ত রাজুকে আটক করা হয়।
স্থানীয় টেংরি হাফেজী মাদ্রাসাছাত্র রাজু মধুপুর পৌর এলাকার পুন্ডুরা গ্রামের হানি খন্দকারের ছেলে। অভিযানে নেতৃত্ব দেওয়া মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইদুল হক রাজুকে আটক করার কথা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা সূত্রে যায়, গত ২৬ এপ্রিল দিন দুপুরে ফুসলিয়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে রাজু প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন। গত দুইদিন ধরে এ নিয়ে সালিশ চলছিল। অসহায় ওই প্রতিবন্ধীর মা ছাড়া পরিবারের তেমন কেউ নেই। স্থানীয় মাতুব্বররা দরিদ্র অসহায় প্রতিবন্ধীর ওই পরিবারকে বুঝিয়ে মীমাংসার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ খবর পেয়ে অভিযান শুরু করে।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Discussion about this post