আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে করোনাভাইরাস মহামারি শুরুর পর এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। সোমবার ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ২০ জন। কাতারের সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
পাকিস্তানে কোভিড-১৯ রোগে মোট মৃত্যু হয়েছে ৩০১ জনের। এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৭৫১ জনের শরীরে। তাতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৭৯ জনে।
আলজাজিরার প্রতিবেদনে জানা গেছে, প্রত্যেক ৮ দিনে মৃত্যুর সঙ্গে দ্বিগুণ হচ্ছে। আর আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ১১ দিনে।
প্রতিবেশী দেশ ভারতের তুলনায় সংক্রমণ ও মৃতের হার পাকিস্তানে বেশ কম। প্রধানমন্ত্রী ইমরান খানও বললেন, পাকিস্তানে সংক্রমণের তীব্রতা অন্য দেশের তুলনায় অনেক কম। তারপরও সামাজিক দূরত্ব মেনে চলতে সবাইকে অনুরোধ করেছেন তিনি।
Discussion about this post