কারকনিউজ ডেস্ক : রাজধানীর বাদামতলীতে অভিযান চালিয়ে ২ টন পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। এসব খেজুর বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ২৬ এপ্রিল সকাল থেকে বাদামতলীর ফলের আড়তে অভিযান চালিয়ে খেজুর জব্দ ও জরিমানা করেন র্যাবের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযান শেষে সারওয়ার আলম বলেন, ‘বিপুল পরিমাণ পচা খেজুর পাওয়া গেছে। অসাধু ব্যবসায়ীরা কয়েক বছর আগের মেয়াদোত্তীর্ণ খেজুর পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করছিল। এ অপরাধে বাদামতলীর রাফিয়া এন্টারপ্রাইজ ও মনির এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পচা ও মেয়াদোত্তীর্ণ দুই টন খেজুর জব্দ করা হয়েছে।’
বিএসটিআই ও র্যাব-১০ এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
Discussion about this post