কারকনিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুরমুড়ায় (জয়পুর টিলা) মাটিতে ফাটল দেখা দেওয়ায় সেখানকার ৫০টি পরিবারকে সরিয়ে নেওয়া হচ্ছে।
শনিবার ২৫ এপ্রিল উপজেলা প্রশাসন এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের জয়পুরমুড়ায় (জয়পুর টিলা) বসবাসকারীদের জান-মাল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকার জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৪ ঘণ্টার মধ্যে সেখানে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণক্রমে চলে যেতে বাধ্য করা হবে।’
জয়পুরমুড়া এলাকাটি পাহাড়ি এলাকার মতো উঁচু। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হঠাৎ করে এই মুড়ায় ফাটল দেখা দেয়। এতে জয়পুরমুড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
শনিবার আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জয়পুরমুড়া পরির্দশন করেন। এ সময় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল ভূইয়া উপস্থিত ছিলেন।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেছেন, ‘জানমালের নিরাপত্তার স্বার্থে জয়পুরমুড়ায় বাসবাসকারী ৫০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। যাদের অন্যত্র থাকার জায়গা নেই তাদেরকে স্থানীয় স্কুলগুলোতে বসবাসের জন্য বলা হয়েছে।’
Discussion about this post