বিনোদন ডেস্ক : চরিত্রের প্রয়োজনে শিল্পীকে চুম্বন দৃশ্য, বেডরুমের দৃশ্যসহ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়। ঢাকাই চলচ্চিত্রের তারকারাও কম-বেশি এ বিষয়গুলোর সম্মুখীন হন। এমন দৃশ্যের মুখোমুখি হয়েছিলেন মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তারই অভিজ্ঞতা জানিয়েছিলেন এই অভিনেত্রী।
মিম রাইজিংবিডিকে বলেছিলেন, ‘সিনেমার দৃশ্যের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়। আসলে সে হিসেবেই চুম্বন দৃশ্যে কাজ করতে হয়েছে। প্রথম প্রথম বিষয়টি ভীষণ লজ্জাই পেয়েছি। ইউনিটের সবার অনুরোধে চুম্বন দৃশ্যে কাজ করতে হয়েছে। দেখা গেছে, এ ধরনের একটি দৃশ্যের জন্য কয়েকবার শট নিতে হয়। কারণ বিষয়টিকে ইজিভাবে নিতে পারি না বলেই শটগুলো ভালো হয় না। তাই বার বার নিতে হয়। এছাড়া বেড রুমের দৃশ্যেও অভিনয় করেছি।’
তিনি আরো বলেছিলেন, “অনেক দিন আগেই আমি ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমার কাজ করেছি। এ সিনেমায় আমাকে বেডরুমের দৃশ্যে অভিনয় করতে হয়েছে। সিনেমার হিরো সাজ্জাতের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদেরকে এক বেডে দেখা যাবে। সেখানে বেড রুমের কিছু দৃশ্য রয়েছে। বেড রুমের দৃশ্যে কাজ করতে কষ্ট হয়েছে।’
Discussion about this post