কারকনিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোয়ারেন্টাইনে থেকেই রোজা পালন করবেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ম্যাডাম এখন কোয়ারেন্টাইনে আছেন। যেহেতু করোনায় সবকিছুই বন্ধ। উনি (ম্যাডাম) ওনার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসাধীন আছেন এবং কোয়ারেন্টাইনে থেকে তিনি রোজা পালন করবেন।
বিএনপি মহাসচিব জানান, রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন।
খালেদা জিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, শারীরিকভাবে আগের মতোই আছেন উনি (খালেদা জিয়া)। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। ব্যথা উপশমের জন্য থ্যারাপি দেওয়া হচ্ছে।
গত ২৫ মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন তিনি।
Discussion about this post