স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস সংক্রমণ কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে শিবনাথ স্কুল পাড়া ত্রাণ কমিটির উদ্যোগে আড়াই শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে ত্রান বিতরণ করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশষ বিষয়ক সম্পাদক সৈয়দ তারেক পুলু।
এসময় প্রত্যেক পরিবারকে খাদ্য সামগ্রীর মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ ও এক কেজি করে ডাল দেওয়া হয়।
Discussion about this post