কারকনিউজজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে এক শিশু সহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। চারজনের মধ্যে বাকি তিন নারীও রয়েছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী চারজনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, এলাকাবাসী ওই বাড়ির ঘরে গিয়ে দরজা ধাক্কালেও ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়েছে।
Discussion about this post