আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ১৫৭ তে পৌঁছেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বুধবার করোনায় স্পেনে ৪৩৫ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে মৃতের সংখ্যা কিছুটা বাড়লো।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ২৫০ জন।
স্পেনের স্বাস্থ্য কর্মকর্তাদের বিশ্বাস, ২ এপ্রিল করোনায় মৃত্যু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ওই দিন ৯৫০ জন ভাইরাস আক্রান্তের মৃত্যু হয়। এরপরই কমতে শুরু করে মৃতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকার লকডাউন কঠোর করেছিল। এরপরই দেশটিতে ভাইরাস সংক্রমণের হার কমতে শুরু করে।
সেদিকে ইঙ্গিত করে স্বাস্থ্যমন্ত্রী স্যালভেদর ইল্লা নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা একটি ঘোষণার লক্ষ্য অর্জন করেছি এবং চলতি সপ্তাহে গতি ধীর হয়েছে। তবে আমরা মহামারির কঠিন একটি ধাপে রয়েছি।’
Discussion about this post