টাঙ্গাইলের নাগরপুরে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় রমিছা নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নাগরপুর চৌাহালী রাস্তার বনগ্রাম নামক স্থানে। সে বনগ্রাম গ্রামের মো. উজ্জলের মেয়ে।
ইউপি সদস্য মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সকালে রমিছা নামের ঐ শিশু বাড়ীর পাশে পাঁকা রাস্তা পারাপারের সময় চৌাহালী থেকে নাগরপুরগামী ব্যাটারী চালিত ইজিবাইকের সাথে ধাক্কা লেগে পাঁকা রাস্তার উপর পরে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওযার পথে রমিছা নামের ঐ শিশুর মৃত্যু হয়।
Discussion about this post