স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
আজ রবিবার শহরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় অপ্রয়োজনে ঘর হতে বের হয়ে শহরের বিভিন্নস্থানে ঘুরাফেরার দায়ে ৯ জনকে ৩ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post