মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : কুমুদিনী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে তিনি মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতাল সূত্র মতে, ছয় সপ্তাহের গর্ভবর্তী ওই গৃহবধু শরীরে রক্তক্ষরণ নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়। রাতেই তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। শনিবার তিনি মারা যান।
অপরদিকে তাঁর স্বামী অভিযোগ করেন, ভুল চিকিৎসায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।
কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক ডা. এবিএম আলী হাসান জানিয়েছেন গৃহবধুটি ভর্তির পর সার্জরি হয়েছিল। করোনা উপসর্গ দেখা দেয়ায় তাঁকে হাসপাতালের আইসলিউশনে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, নারীর শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
Discussion about this post