মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাম ফর রোড চাইল্ড এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ শীতবস্ত্র বিতরন কর্মসুচি পালন করা হয়।
প্রায় ৫০ টি শিশুকে শীতের কাপড়সহ কম্বল এবং অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। ২০১৭ সালের ১২ জুলাই যাত্রা এই সংগঠনটি বিভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরন, দুস্থ্য শিশুদের মাঝে লেখাপড়ার সামগ্রী বিতরন, দুস্থ্য অসহায় শিশু রোগীদের জন্য আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মসুচি পালন করে আসছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকের কাছ থেকে চেয়ে নেয়া অনুদান ও প্রতিটি সদস্যের কাছ চাঁদা তুলে তারা শীতবস্ত্র বিতরন করেছে।
শীতবস্ত্র বিতরন করার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এ.এস.এম সাইফুল্লাহ, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষক মোঃ আরঙ্গজেব আকন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও সি.আর.সি মাভাবিপ্রবি শাখার সভাপতি মোঃ রিফাদ আহমদ, সহ-সভাপিত-জি.এম. সৌরভ ও ফারজানা জামান মৌ, সাধারন সম্পাদক মোঃ রুবেল মাহমুদ, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সাজ্জাত হোসেন ও মাইমুনা রহমান মৌ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন জায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিম চৌধুরী ও মেজবাহ রাহাত, অর্থ বিষয়ক সম্পাদক মেহবুবা খান মম, উপ-অর্থ বিষয়ক সম্পাদক তৌকির আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মোঃ এনায়েত সবুজ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নিশাত তাসনিম রিদি, উপ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক বৃষ্টি পাল রাত্রি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইশরাত সুহা, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক অমিতা খাঁ নিশু, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক চৈতী সরকার তিশা, আইন বিষয়ক সম্পাদক সোয়েব রাফসান, স্কুল ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, ত্রান ও সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ ইমাম হোসেন লিমন, পরিবেশ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ লুতফুজ্জামান শান্ত, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জান্নাতুল জাকিয়া, সদস্য শাহরিয়ার শাকিল, রবিউল ইসলাম, জিয়া, মূর্ছনা রহমান, তাহমিনা সেতু, আতিক হাসান, শান্ত, নাইম হাসান, মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post