কারকনিউজ ডেস্ক : সখীপুরে করোনা উপসগ্র নিয়ে মারা যাওয়া সে গৃহবধূ সোনিয়া আক্তার (২১) করোনায় আক্রান্ত নন।
আজ ১৭ এপ্রিল শুক্রবার বিকেলে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৫ এপ্রিল বুধবার রাতে ওই গৃহবধূ জ্বর,শ্বাসকষ্ট, গলাব্যথা ও পাতলা পায়খানা জনিত কারণে মারা যায়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে ওই রাতেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। ওই পরীক্ষার ফলাফল শুক্রবার বিকেলে আমাদের হাতে আসে। পরে আমরা জানতে পারি সে করোনাভাইরাসে আক্রান্ত নন।
Discussion about this post