সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিসেবা নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৬৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এলেঙ্গা শাখার উদ্বোধন করেন অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমির উদ্দিন পিপিএম।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও ঢাকা নর্থ জোনের জোনাল হেড মোঃ মঞ্জুরুল আলম, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে এলেঙ্গা ও কালিহাতী উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post