কারকনিউজ ডেস্ক : ঢাকা: সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক জাজিরা সেনানিবাসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকালে এ ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার অভ্যন্তরে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে উল্টো পথে আসা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় সৈনিক প্রিন্স নামে এক সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান। বাকি ২১ সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন।
Discussion about this post