কারকনিউজ ডেস্ক : করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩১ জনে।
আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। আরো সাতজন সুস্থ হয়েছে। মোট সুস্থ হয়েছে ৪৯ জন।
বুধবার ১৫ এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা হয়েছে।
বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
Discussion about this post