দর্শকদের সামনে আবারও নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিটির নাম ‘ফুড়ুৎ’। জয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’ এই ছবিটি বাজারে নিয়ে আসছে।
জয়া আহসান প্রযোজিত দ্বিতীয় সিনেমা এটি। প্রথম ছবিটির নাম ‘দেবী’। ‘দেবী’ পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয়া নিজেই তার দ্বিতীয় ছবির ঘোষণা দিয়েছেন। ‘ফুড়ুৎ’ সিনেমার প্রাথমিক একটি পোস্টারও শেয়ার করেছেন জয়া আহসান। সেখানে হুইল চেয়ারে বসা একজন বৃদ্ধা, আর এক উচ্ছল মা ও শিশুর হাতে আঁকা ছবি দেখা গেছে। ধারণা করা হচ্ছে এই সিনেমাতে মানুষের যাপিত জীবন ও বিবিধ টানাপড়েনের বিশদ বর্ণনা থাকবে।
সিনেমাটির স্লোগান রাখা হয়েছে, ‘ফুড়ুৎ, এভাবেই পাখিরা ওড়ে বাংলায়! গুণী এ অভিনেত্রী বলেছেন, এখনো প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আমরা চিত্রনাট্যটি বেশ ভালোভাবে তৈরি করছি। এরপর যাবো দৃশ্যধারণে। এই সিনেমাতে আমরা মানবিক একটি গল্প বলতে চাই। তবে কে এ সিনেমাটি পরিচালনা করবেন তা এখনো জানাননি তিনি।
Discussion about this post