মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : ‘ভবিষ্যতে ভোট পাওয়া কিংবা পাশে থাকা নয়’ ব্যতিক্রমী প্রতিশ্রুতি আদায়ের পর কর্মহীন অসহায় পরিবারে খাদ্যসহায়তা পৌছে দিচ্ছেন আওয়ামীলীগ নেতা খান আহমেদ শুভ।
টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্য়নিবাহী সদস্য খান আহমেদ শুভ ইতিমধ্যে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এভাবে এ উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দেড় হাজার পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন।তাঁর দেয়া খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ১টি করে সাবান। তাঁর এই কর্মতৎপরতা অব্যহত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।
খান আহমেদ শুভ মনে করেন, যেহেতু এই মুহুর্তে করোনা ভাইরাসের কোন ভ্যাকসিন আবিস্কৃত হয়নি।ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমেই এর মহামারি ঠেকানো সম্ভব।মাননীয় প্রধানমন্ত্রীও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে বার বার বলছেন ঘরে থাকুন, ঘরে থাকুন, ঘরে থাকুন। প্রধানমন্ত্রীর এই মেসেজ ঘরে ঘরে পৌছে দেয়া পর তাদের কাজ থেকে প্রতিশ্রুতি আদায় করছেন বলে তিনি জানান।
শুভ বলেন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে তাঁর সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। কর্মহীন হয়ে পড়া এ উপজেলার একটি পরিবারও যেন অভুক্ত না থাকে সে বিষয়ে তিনি সব সময় সচেষ্ট রয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজে অথবা নেতাকর্মীর মাধ্যমে অসহায় পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হচ্ছে। তবে এক্ষেত্রেও ঘরে থাকার প্রতিশ্রুতি আদায় করা হচ্ছে বলে তিনি জানান।
Discussion about this post