কারকনিউজ ডেস্ক : শারীরিক চেকআপের জন্য হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে ঢাকায় নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ১৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের মুখপাত্র মাওলানা আনাস মাদানি।
১০৩ বছর বয়সী আল্লামা শফীকে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় গত শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সুস্থ হয়ে ওঠেন।
তবে চিকিৎসকের পরামর্শে শারীরিক কিছু চেকআপের জন্য শফীকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাওলানা আনাস মাদানি।
Discussion about this post